খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগ মুহূর্তে তুরস্কের ক্লাব ফেনারবাচে নাম লিখেছেন তিনি। তার ফেলে যাওয়া ফাঁকা জায়গাটাও পূর্ণ করে ফেলেছে সিটি।
পিএসজি ছাড়বেন জিয়ানলুইজি দোন্নারুম্মা- গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে এমন খবর শোনা যাচ্ছিল। সেই আলোচনাকে সত্য প্রমাণ করে তারকা গোলরক্ষক নিজেই প্যারিসের ক্লাবটি ছাড়ার ঘোষণা দিলেন।
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দারুণ একটি মৌসুম পার করেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ফরাসি ক্লাবটির হয়ে সবশেষ মৌসুমে ট্রেবল জিতেছেন এই গোলরক্ষক। দলের ইতিহাস গড়ার পথে পোস্টের নিচে দুর্দান্ত ছিলেন তিনি। তবে নতুন মৌসুমের আগে পিএসজির সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক আর আগের মতো নেই।